১৯৭৯-এর ২ ডিসেম্বর। এলভিটা অ্যাডামস নামের এক ভদ্রমহিলা চাকরি হারিয়ে সিদ্ধান্ত নেন আত্ম*হ*নের। নিউ ইয়র্কের এমপায়ার স্টেট বিল্ডিংয়ের ৮৬ তলায় তথা ১২৫০ ফুট উচ্চতার স্কাইস্ক্র্যাপার থেকে লাফ দেন তিনি। কিন্তু বিধিবাম! মুহূর্তেই তিনি নিজেকে আবিষ্কার করেন ৮৫ তলায়! ঘটনা কী! মজার বিষয় হচ্ছে, লাফ দেওয়ার পরপরপই ঘন বায়ুপ্রবাহ তাঁকে উড়িয়ে আবার বিল্ডিংয়ের ভেতর নিয়ে আসে!
১২৫০ ফুট (অ্যাপ্রক্সিমেটলি ৩৮১ মিটার) উচ্চতায় বায়ুপ্রবাহের ঘনত্ব সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯০-৯৫% বেশি হয়। যা অনায়াসেই একজন মানুষকে উড়িয়ে নিয়ে যেতে পারে। তবে এই মাত্রা আবহাওয়া ও তাপমাত্রার উপর নির্ভর করে পরিবর্তন হয়। সুতরাং এমপায়ার স্টেট বিল্ডিং থেকে লাফ দিলেই যে প্রতিবারই এমন হয়, তা নয়। এর আগেও অন্তত ৩০ জন একই স্থান থেকে লাফ দিয়ে প্রানত্যাগ করেছে।
0 comments:
Post a Comment